info@qiblaconnection.com
13th Street, Soho
Call us: +171 30 60 90
🇺🇸 English
All-in-one Umrah Offers from Bangladesh
Feel free to send us a message. You will get package details from us within a very short time! In Sha Allah.
+48 4348 80 32
*Note: Package prices may change at any time due to changes in ticket prices and hotel rates, etc.
Umrah is a small Hajj that can be completed anytime during the year. It can be performed besides hajj and on other days as well. According to the holy Quran: “— accomplish Hajj and Umrah to satisfy Allah”. Very few activities are as holy as Umrah/omrah for Muslims, and it is said to bring numerous profits to one, in the world and in the life hereafter. It is a new type of pilgrimage, alongside Hajj, which has very high importance in the religion of Islam. We offer low-priced Umrah packages for Bangladeshi citizens.
Some people are not capable of applying for this holy opportunity in the right manner and acquiring the visa and passport easily or finding the flights or hotel accommodations for the preferred time or at the exact price. This is why Umrah offers a package system and has now come up with a wide variety of packages which would help all the interested pilgrims to go for it easily by getting all the necessary arrangements with ease and be able to get all the essential documents with much. Like this, our Umrah offers have made it easier than ever before.
We would be delighted to provide you with an exceptional Hajj experience this year. We offer a wide variety of Umrah packages specifically designed to fit your schedule and budget so you can coordinate with your friends and relatives in choosing the perfect package from Dhaka, Bangladesh.
উমরার গুরুত্ব ও ফজিলত
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه
১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «تَابعُوا بَيْنَ الحَـجِّ وَالعُمْرَةِ فَإِنَّـهُـمَا يَــنْــفــِيَــانِ الــفَــقْــرَ وَالــذنــُوبَ كَمَا يــَنْــفِــي الــكِــيــرُ خــَبــَث الــحَــدِيــدِ». أخرجه النسائي.
২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)
পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, ‘এ সেই রমজান, যে মাসে মানবের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে।’ (সূরা বাকারা : ১৮৫)। এ মাসের সিয়ামকে আল্লাহ তায়ালা ফরজ করে বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন সিয়াম পালন করে।’ (সূরা বাকারা : ১৮৫)। হজরত তালহা বিন উবাইদুল্লাহ বলেন, এক ব্যক্তি নবী (সা.)কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমার ওপর আল্লাহ কী কী রোজা ফরজ করেছেন, তা আমাকে বলে দিন। উত্তরে তিনি বললেন, ‘রমজানের রোজা।’ লোকটি বলল, এছাড়া অন্য কিছু কি আমার কর্তব্য আছে? তিনি বললেন, না, তবে যদি তুমি নফল রোজা রাখ, তা হলে ভিন্ন কথা।’ (বোখারি : ১৮৯১)। অন্য এক বর্ণনায় এসেছে, নবী করিম (সা.) এরশাদ করেন, আল্লাহ তায়ালা তোমাদের জন্য এ মাসের সিয়াম পালন ফরজ করেছেন। (নাসাঈ)। ফলে ফরজ সিয়াম রমজানে হওয়ার কারণে এ মাসের মর্যাদা আরও বেড়ে গেছে। এ মাস এলে রাসুলে করিম (সা.) অতিশয় আনন্দিত হয়ে সাহাবাদের সুসংবাদ দিয়ে বলতেন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। (নাসাঈ)। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, জাকাত আদায় করল, রমজানে সিয়াম পালন করল, তার জন্য আল্লাহর হুকুম হল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া। (বোখারি)। রাসুলুল্লাহ (সা.) বলেন, রমজানে প্রত্যেক মোমিন মুসলিমের দোয়া কবুল করা হয়। (বাযযার, সহি আত-তারগিব ওয়াত-তারহিব : ৯৮৮, মুসনাদে আহমাদ : ৭৪৫০)। এ মাসের প্রতি রাত ও দিনে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে দোজখ থেকে মুক্তি দিয়ে থাকেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। (আত-তারগিব ওয়াত-তারহিব, মুসনাদে আহমাদ : ৭৪৫০)। এ মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেয়া হয়। যেমন- হাদিসে এসেছে, রমজানে ওমরা করলে একটি হজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বরং, রমজানে ওমরা করা আল্লাহর রাসুলের সঙ্গে হজ আদায়ের মর্যাদা রাখে। এমনিভাবে সব ইবাদত-বন্দেগিসহ সব সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেড়ে যায়। এ মাসে আমলের মাধ্যমে অনেক বেশি মুনাফা লাভ করা যায়। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক আনসারি মহিলাকে বললেন, তুমি কেন আমাদের সঙ্গে হজ করতে যাওনি? তিনি বললেন, আমাদের পানি বহনকারী দুটি মাত্র উট রয়েছে। একটিতে আমার ছেলের বাবা (স্বামী) ও তার ছেলে হজ করতে গিয়েছেন, অন্যটি পানি বহনের জন্য আমাদের কাছে রেখে গিয়েছেন। তিনি বলেন, রমজান এলে তুমি ওমরা করবে। কেননা এ মাসের ওমরা একটি হজের তুল্য। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় আছে, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, রমজানে ওমরা একটি হজের তুল্য। (বোখারি : ১৭৮২, মুসলিম : ১২৫৬, মুসনাদে আহমাদ : ২০২৫)। অন্য বর্ণনায় রয়েছে, উম্মে মাকিল (রা.) বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমি তো হজ করতে ইচ্ছুক। কিন্তু আমার উটটি দুর্বল। তিনি বললেন, তুমি রমজানে ওমরা করো। কেননা রমজানে ওমরা (সওয়াব হিসেবে) হজের তুল্য। (মুসনাদে আহমাদ : ২৭২৮৫)। হে আল্লাহ আমাদের রমজানে ওমরা করার তৌফিক দান করুন।
’লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা’
(এগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় ছুটে গেলে উমরা বাতিল হয়ে যাবে।)
ইহরাম বাঁধা। ইহরাম পুরুষরা সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবে। আর নারীরা ঢিলেঢালা স্বাভাবিক পোশাক পরিধান করবে।মিকাত থেকে বা মিকাতের বাইরে থেকে পবিত্রতা অর্জন করে উমরার নিয়তে ইহরামের কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করা; সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেওয়া।
তালবিয়া হলো
অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দ্বারে উপস্থিত, আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই, তোমার দরবারে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামতের সামগ্রী সবই তোমার, (সর্বযুগে ও সর্বত্র) তোমারই রাজত্ব, তোমার কোনো অংশীদার নেই।
(১) সেলাই করে প্রস্তুতকৃত পোষাক পরা (পুরুষদের জন্য)। (২) মাথার সাথে লেগে থাকে এমন জিনিস দ্বারা মাথা ঢাকা। (৩) ইচ্ছাকৃত ভাবে মাথার চুল ও শরীরের পশম কাটা বা উঠান। (৪) হাত পায়ের নখ কাটা। (৫) আতর বা সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা। (৬) স্থলচর প্রাণী শিকার করা। (৭) স্বামী-স্ত্রী মিলন করা বা এ জাতীয় বিষয়ে আলাপ আলোচনা করা। (৮) বিবাহের প্রস্তাব দেয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। (৯) মহিলাদের জন্য হাত মোজা ব্যবহার, মুখ ঢাকা (তবে লোকজনের সামনে অবশ্যই মুখ ঢাকতে হবে)। (১০) মক্কা ও মদিনার হারাম সীমানার গাছ গাছালী কাটা, ভাঙ্গা, উপড়ান (সর্বাস্থায়)। (১১) মক্কা ও মদিনার হারাম সীমানায় পরে থাকা জিনিস নেয়া (তবে তা মালিককে দেয়ার জন্য উঠান যাবে)।
বাইতুল্লাহ তাওয়াফ করা। মক্কায় পৌঁছে কালবিলম্ব না করে পবিত্রতা অর্জন করে তাওয়াফ করতে হবে। পুরুষরা তাওয়াফের সময় ইজতেবা তথা ডান কাঁধ খালি করে রাখবে। অর্থাৎ চাদরের মধ্যভাগ ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর রাখতে হবে। হাজরে আসওয়াদ বরাবর জায়গা থেকে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফের সময় সম্ভব হলে রুকনে ইয়ামানী হাত দ্বারা স্পর্শ করবে এবং প্রতিবার চক্করে হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছলে হাজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে পরবর্তী প্রদক্ষিণ শুরু করবে। তাওয়াফ অবস্থায় কোরআন তেলাওয়াতসহ যেকোনো দোয়া পাঠ করা যায়।
এভাবে সাত চক্কর শেষ হলে উভয় কাঁধ ঢেকে নেবে এবং মাকামে ইবরাহীমের বরাবর পিছনে দুই রাকাত নামাজ পড়বে। তবে কখনও ভিড়ের কারণে সেখানে নামাজ পড়া সম্ভব না হলে মাসজিদুল হারামের যেকোনো স্থানে পড়লে আদায় হয়ে যাবে।
(এগুলো ইচ্ছাকৃত ছেড়ে দিলে উমরা বাতিল হবে। আর অনিচ্ছাকৃত ছুটে গেলে উমরা আদায় হয়ে যাবে; তবে শর্ত হলো এর ক্ষতিপূরণ হিসেবে দম বা কোরবানি দিতে হবে।)
সাফা-মারওয়া সাঈ করা। সফা পাহাড় থেকে সাঈ শুরু করতে হবে। প্রথমে সফা পাহাড়ে আরোহণ করে কোরআনের এই আয়াতটি পাঠ করবে, ‘ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়া ইরিল্লাহ।’ (সুরা বাকারা : আয়াত ১৫৮)। অতঃপর কিবলামুখি হয়ে দুই হাত তুলে মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করবে; কেননা এটা দোয়া কবুলের বিশেষ স্থান। এরপর ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা-কুল্লি শাইয়িন কাদির’ বলে সাঈ শুরু করবে। সাঈ অবস্থায় যেকোনো দোয়া পাঠ করা যায়; তবে সবুজ বাতি জ্বালানো স্থানটি পুরুষরা একটু দ্রুত অতিক্রম করতে হবে (মহিলারা স্বাভাবিকভাবে অতিক্রম করবে) এবং স্থানটি অতিক্রমকালে উভয়ে এই দোয়া পড়বেÑ রাব্বিগফির ওয়ারহাম ওয়াআনতাল আ’আজ্জুল আকরাম। অতঃপর মারওয়া পাহাড়ে পৌঁছে সাফা পাহাড়ের অনুরূপ দোয়া ও তাসবিহ পাঠ করবে। এভাবে মোট সাতবার প্রদক্ষিণ করবে এবং মারওয়া পাহাড়ে এসে সাঈ শেষ হবে।
পুরুষদের মাথা মুণ্ডানো বা চুল ছাঁটতে হবে। আর মহিলাদের চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে এক কুর পরিমাণ কাটতে হবে। আর এরই মাধ্যমে উমরার কার্যক্রম সম্পন্ন হবে। প্রত্যেক খোদাপ্রেমিক মুমিন বান্দাই মক্কা ও মদিনা জিয়ারতের স্বপ্ন লালন করে। সর্বদা তৃষ্ণার্ত থাকে জিয়ারতের পিপাসায়। প্রকৃত প্রেমিক বান্দা কখনও বাইতুল্লাহ ও মদিনার জিয়ারতে তৃপ্ত হয় না। বরং প্রতিবার জিয়ারতে পিপাসা আরও প্রবলভাবে বৃদ্ধি পায় এবং ফিরে এসে প্রতিটি মুহূর্তে সে দগ্ধ হতে থাকে মক্কা ও মদিনার বিরহ বেদনায়।
তাই মহান প্রভুর দরবারে আমাদের এই মিনতি, হে আল্লাহ! আপনার সব প্রেমিক বান্দাদের দয়ার চাদরে আবৃত করে হজ ও উমরার মাধ্যমে বারবারবাইতুল্লাহ ও মদিনার জিয়ারতের তাওফিক দান করুন।
Get Umrah Visa with ease
We would be delighted to provide you an exceptional Hajj experience this year. Please Call Us to get an offer or contact us today so that we may assist you in joining the best Umrah (hajj) group.
জিজ্ঞাসা ও তার উত্তরসমূহ
এটা স্বীকার করেত দ্বিধা নেই যে, বাংলাদেশ থেকে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় জিয়ারত উদ্যেশ্যে ওমরা ভিসা, বিমান টিকেট, হোটেল বুকিং সহ নানা সেবা নিয়ে স্বদেশীয় ভাই বোনেদের নানাপ্রকার প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। এসকল প্রশ্নের উত্তর সাধারনত এজেন্সি কিংবা পরিচিত শ্রদ্ধাভাজন আলেম ওলামাদের থেকে কমবেশী পাওয়া যায়। আমাদের সম্মানিত ওমরা হাজী ও সকল ক্লাইন্টদের জ্ঞাতার্থে নিম্নে আমরা ওমরা সংশ্লিষথ্ট কমন কিছু প্রশ্ন উত্তর দেয়ায় সচেষ্ট থাকবো।
ওমরা প্যাকেজ হলো বাংলাদেশ থেকে কোন নাগরিক পবিত্র মক্কা ও মদিনা শহরে উমরার জন্য ভ্রমনে ইচ্ছুক হাজীদের জন্য সৌদি আরবের ওমরা ভিসা প্রসেসিং, আসা যাওয়া বিমান ভাড়া, হোটেল আবাসন ও যাতায়াত সহ নানাধরনের সুযোগ সুবিধা সংশ্লিষ্ট একটা সমন্বিত উদ্যোগ। যা নির্দিষ্ট সময়ের জন্য একজন বাংলাদেশি নাগরিকের মক্কা মদিনা যাত্রা সহজতরো করে।
সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে যদিও উমরা হজ্জের জন্য বিশেষ বিধিনিষেধ নেই, তথাপিও পবিত্র মক্কা মদিনা শহরে আপনার আবাসন, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, জিয়ারত ও সংশ্লিস্ট যেকোন ট্রান্সপোর্টেশন, খাবার দাবার সহ সকল আয়োজন সহজ, উপভোগ্য ও হেসেল-ফ্রি করতে নির্ভরযোগ্য কোন এজেন্সির মাধ্যমে ওমরা প্যাকেজ সিলেক্ট করা খুবই সাশ্রয়ী ও চমৎকার আইডিয়া।
ওমরা প্যাকেজের আবেদন প্রক্রিয়া অনলাইন বা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে সাবমিট করতে হয়। আবেদনকারী সঠিক সাপ্তাহিক/মাসিক ইনকাম প্রত্যাহার করে ওমরা প্যাকেজ প্রাপ্ত করতে পারে।
ওমরা প্যাকেজের জন্য আবেদন করতে হলে আপনার ইনকামের বিভিন্ন স্তরের সংম্পর্কে নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হবে। সময়ের জন্যে আবেদনের যে কে-কে সময় নির্ধারণ করে তা সরকারের নীতির অধীনে পরিপর্তন হতে পারে।
সাধারনত ওমরা ভিসার মেয়াদকাল ৩০ দিন। তবে আপনাকে ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের ২ সপ্তাহের মধ্যে অবশ্যই ওমরা করতে হবে।
ডকুমেন্টস সহ সমস্ত নীয়ম যথাযথভাবে পালন করে এপ্লিকেশন করলে ওমরা ভিসা প্রসেসিংয়ে খুব বেশী সময় লাগেনা। এটা ৩ থেকে ৫ কর্মদিবসেই সম্পন্ন হতে পারে।
বাংলাদেশ থেকে একজন প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষের ওমরা করতে জনপ্রতি সর্বনিম্ন আনুমানিক ১১৫০০০ থেকে ২৫০০০০ টাকা খরচ পরতে পারে। আসলে খরচ নির্ভর করবে আপনি ডিরেক্ট নাকি ট্রান্জিটে এয়ার টিকেট কাটবেন, কোন ধরনের হোটেলে থাকবেন, কোন ধরনের সেবা নেবেন, কোথায় কোথায় জিয়ারত করবেন এসব সেবার উপর।
এছাড়াও বছরের বিভীন্ন সিজনেও ওমরার খরচ কমবেশী হতে পারে। যেমন ধরুন, রমজানের শেষ দিনগুলোতে ওমরার খরচ অন্যান্য সময়ের চেয়ে কম করে হলেও ১৫০০০ টাকা বেড়ে যাবে।
এছাড়াও বাচ্চা ও শিশুদের উমরা খরচ প্রাপ্তবয়স্কদের তুলনায় কম।
যে হোটেলে থাকবেন সে হোটেলের রুমপ্রতি বেডের সংখ্যার উপরেও খরচ কমবেশী হবে।
হ্যা, সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নারী চাইলে একা একা ওমরা করতে পারবে। তবে সাথে মাহরাম কেউ থাকলে নিঃসন্দেহে ওমরার যাবতীয় ইবাদত পালন সহজ হবে।
Feel free to send us a message. You will get package details from us within a very short time! In Sha Allah.
Visit to the sacred sites and landmarks in Makkah and Madinah
Ziyarah is a visit to the sacred sites and landmarks in Makkah and Madinah, including Masjid Al-Haram, Masjid Al-Nabawi, and other significant locations. If you’re planning to embark on a holy Umrah journey, here are some essential preparations you can consider:
Learn about the rituals and practices of Umrah: It’s important to familiarize yourself with the steps of Umrah, such as wearing the Ihram clothing, and performing Tawaf, and Sa’i. You can read books, watch videos, or attend classes to learn more.
Physically prepare yourself: Umrah involves a lot of walking and physical exertion, so it’s important to maintain good health and fitness. Start exercising and walking regularly to build up your stamina.
Seek medical advice: Consult with your doctor before embarking on the journey to ensure that you are physically fit to travel. If you have any underlying health conditions, make sure to carry enough medication with you.
Pack appropriately: Make a list of items you need to pack, including appropriate clothing, toiletries, prayer mat, and other personal items. Be mindful of the weather conditions in Saudi Arabia and pack accordingly.
Plan your itinerary: Plan your itinerary in advance and book your accommodation and transport beforehand. You can also seek the assistance of a travel agency or tour operator for a hassle-free journey.
Financial preparation: Calculate your budget and expenses for the journey, including accommodation, transport, food, and other expenses. Consider carrying enough cash or using travel cards for your expenses.
Spiritual preparation: Umrah is a spiritual journey, so it’s important to prepare yourself mentally and emotionally. Set your intentions, reflect on your goals, and seek guidance from scholars and spiritual leaders.
Remember to always respect the customs and practices of Umrah and be mindful of the people around you. Stay safe and take care of yourself during the journey.
If you’re embarking on an Umrah journey for the first time, here’s a checklist of some essential items to consider:
Valid Passport: Make sure your passport is valid for at least six months from the date of travel.
Umrah Visa: You need to apply for an Umrah visa through the Saudi embassy. Check with your travel agent or consulate for the latest information on visa requirements.
Travel Ticket: Book your travel ticket to Saudi Arabia in advance. You may want to consider choosing a direct flight to save time and avoid potential transit visa requirements.
Accommodation: Make reservations for your accommodation in Makkah and Madinah before you leave. Consider proximity to the Masjid Al-Haram and Masjid Al-Nabawi, as well as amenities such as shuttle services.
Clothing: Wear comfortable, modest clothing that covers your body from your ankles to your wrists. For men, it is advisable to wear the traditional Ihram attire. Women can wear an abaya and a headscarf.
Personal Supplies: Bring a prayer rug, a small bag to carry your personal belongings, and a water bottle.
Medication: If you are taking medication, bring enough for the duration of your trip. Carry a copy of your prescription and a doctor’s note in case of any queries.
Cash: Carry enough cash to cover expenses such as food, transportation, and souvenirs.
Electronics: Carry a mobile phone and charger to stay in touch with your loved ones.
Travel Insurance: Consider taking out travel insurance to cover any unforeseen circumstances.
It’s also important to research the customs and practices of Umrah to help you prepare for your journey. Always be respectful of the sacred sites, and follow the instructions of the authorities and guides.
These are some of the important travel documents you should carry with you on your Umrah journey:
Passport and photocopies: Your passport is the most important document, and you should carry it with you at all times. It’s also recommended to carry photocopies of your passport in case of an emergency.
Visa: Make sure to carry your Umrah visa with you and keep it in a safe place.
Flight tickets: Carry your flight tickets and any other transportation documents you may need for your journey.
Vaccination certificates: Some countries may require vaccination certificates for entry. Check with the authorities and carry the necessary documents.
Hotel booking confirmation: Keep copies of your hotel booking confirmations in case you need to show proof of accommodation.
Receipts of payments: Keep receipts of any payments you make for your Umrah journeys, such as for accommodation, transportation, or other services.
Passport-size photographs: Carry some passport-size photographs for any necessary paperwork or applications.
Relationship certificate: If you’re traveling with your spouse, carry a relationship certificate as proof of your relationship.
Saudi Riyals: Carry enough Saudi Riyals for your expenses during your journey.
Debit/Credit card: Carry a debit or credit card as an alternative payment method.
Travel itinerary: Keep a copy of your travel itinerary with you for reference.
Emergency contact numbers: Keep a list of emergency contact numbers for your family, travel agency, and embassy in case of an emergency.
Remember to keep these documents safe and secure, and make sure to follow the rules and regulations of the authorities.
Performing prayers is an essential part of Umrah. Here are some prayer essentials you may need during your Umrah journey:
Prayer mat: Carry a prayer mat with you to perform your prayers comfortably, especially when praying on the ground.
Ihram or appropriate clothing: Men should wear the Ihram, which is a white, seamless garment that covers the body. Women should wear loose, modest clothing that covers the body, including a headscarf.
Prayer beads: You may use prayer beads to help you focus and maintain concentration during your prayers.
Prayer time chart: Carry a prayer time chart with you to know the exact times for each prayer.
Qibla direction: Use a Qibla compass or a mobile app to determine the direction of the Kaaba in Masjid Al-Haram for your prayers.
Quran: Carry a copy of the Quran with you to read and reflect on during your journey.
Dhikr beads: Some people may use dhikr beads to recite Allah’s names and praises during their prayers.
Sujood mat: A sujood mat can be useful if the ground is uncomfortable or too hot for prostration.
Remember to perform your prayers on time and with sincerity, and respect the customs and traditions of the local community. May Allah accept your prayers and grant you a blessed Umrah journey.
Carrying a basic first-aid kit is essential during Umrah to deal with any minor injuries or illnesses that may occur during your journey. Here are some items you may want to include in your first-aid kit:
Bandages and adhesive tape: These are useful for covering wounds or blisters.
Antiseptic solution: This can help disinfect and clean wounds.
Pain relievers: Carry pain relievers such as acetaminophen or ibuprofen to deal with headaches, fever, or other aches and pains.
Anti-diarrheal medication: This can be helpful in case of stomach upset or diarrhea.
Antacids: Carry antacids to relieve heartburn and indigestion.
Motion sickness medication: If you’re prone to motion sickness, carry medication to deal with it.
Sunscreen: Protect yourself from the sun’s harmful rays by carrying sunscreen with a high SPF.
Insect repellent: Carry insect repellent to protect yourself from mosquito bites and other insect bites.
Disposable gloves: Gloves can help protect you from infection when providing first aid to someone else.
Thermometer: Carry a thermometer to monitor your temperature in case of fever.
Small scissors and tweezers: These can be useful for cutting bandages or removing splinters.
Remember to keep your first-aid kit well-stocked and easily accessible, and seek medical attention in case of serious injury or illness. May Allah protect you and grant you a safe and healthy Umrah journey.
With Qibla Connection, you can browse the top Umrah and Hajj packages, hotels, flights, transfers, and ground services. Alternatively, you can select from our best Umrah, Hajj services to reserve an Umrah and Hajj package online that is suited to your unique needs and preferences.
Adding {{itemName}} to cart
Added {{itemName}} to cart